IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যাবে ২০২৩ - You can go to several European countries without IELTS: আপনারা অনেকেই হয়তো জানেন না, ইউরোপের দেশ গুলোর মধ্যে এমন অনেক দেশ আছে যেখানে কোনো রকম IELTS অথবা Medium Of Instruction [MOI] এর উল্লেখ থাকে না।

IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশের ভিসা পাবেন ২০২৩ - You can go to several European countries without IELTS

IELTS ছাড়া কোন কোন দেশের ভিসা পাবেন সহজেই 

Non সেনজেন কান্ট্রি

  1. বুলগেরিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. রোমানিয়া
  4. সার্বিয়া

সেনজেন কান্ট্রি

  1. পোল্যান্ড [ সব ইউনিভার্সিটি তা ম্যান্ডেটরি থাকে না MOI হলেও চলে]
  2. ইতালি [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
  3. মালটা [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
  4. গ্রিস [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
  5. পর্তুগাল [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
  6. ফ্রান্স [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]
  7. হাঙ্গেরি [ম্যান্ডেটরি না MOI হলেও চলে]

MOI কোথায় পাবো? এটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে নিবেন। সব দেশ গুলো তে MOI দিয়ে এপ্লাই করতে পারবেন।

অনেক এজেন্সি বলে কোনো IELTS লাগবে না। আসলে ওরা চুরি করে MOI তৈরী করে আপনার ফাইল এর সাথে সাবমিট করে যেটা আপনি জানেনই না।

আপনি IELTS ছাড়া এডমিশন পাবেন কিন্তু যার IELTS স্কোর আছে তার জন্যে কিন্তু এম্বাসেডর সিট টা আগেই দিয়ে দিবে। সুতরাং আপনার পসিবিলিটি কমে গেল।

ব্যাচেলরের ক্ষেত্রে IELTS ছাড়া এপ্লাই করা গেলেও কন্ডিশনাল অফার লেটার পাবেন। যেখানে লিখা থাকবে আপনার ইংরেজি দক্ষতার প্রমাণপত্র প্রদান সাপেক্ষে আনকন্ডিশনাল অফার লেটার প্রদান করা হবে। তবে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড-সহ কিছু দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে ফেলে অফার লেটারের সাথে। সেক্ষেত্রে ভিসা এপ্লিকেশনের সময় IELTS-এর প্রয়োজন পড়েনা।

তবে IELTS দেওয়ার পর এপ্লাই করা উত্তম। কারণ তাদের প্রদত্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স-এ একে তো ৫০,০০০-১,০০,০০০ টাকা খরচ, ল্যাঙ্গুয়েজ কোর্স চলাকালীন আপনি পার্ট-টাইম কাজ করতে বা খুজতে পারবেন না। তার উপর ব্যাচেলরের ক্লাস শুরু হওয়ার পূর্বেই কাংক্ষিত ফলাফল না আসলে ভর্তি এমনকি ভিসা বাতিল হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। যা আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করবে।

মাস্টার্সের ক্ষেত্রে আপনার ব্যাচেলর যদি ইংরেজি ভাষায় হয়ে থাকে সেক্ষেত্রে ইতালি, জার্মানি, পর্তুগাল ইত্যাদি দেশে Medium of Instruction (MOI) দিয়ে এপ্লাই করে আনকন্ডিশনাল অফার লেটার এবং ভিসা পেয়ে যাবেন।

ফ্রান্সসহ ইউরোপের অধিকাংশ দেশেই মাস্টার্স ও পিএইচডি ক্ষেত্রে স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। স্নাতক পর্যায়ে এই সুযোগ তুলনামূলক কম। তবে ফ্রান্সে বর্তমানে স্নাতক পর্যায়েও বৃত্তি দেওয়া হচ্ছে।

চলুন জেনে নিই ফ্রান্সের বেশকয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম যেখানে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপের সুযোগ রয়েছে।

  1. আমেরিকান বিজনেস স্কুল, প্যারিস
  2. ইবিএস প্যারিস
  3. ইপিআইটিএ গ্র্যাজুয়েট স্কুল অব কম্পিউটার সায়েন্স
  4. ইএসএআইপি স্কুল অব ইঞ্জিনিয়ার্স
  5. ইএসসি রেনেস স্কুল অব বিজনেস, ফ্রান্স
  6. ইএসজিসিআই, প্যারিস
  7. ইএসএলসিএ বিজনেস স্কুল
  8. আইইএসএ ইন্টারন্যাশনাল
  9. আইএনএসইইসি বিজনেস স্কুল
  10. আইএসসি প্যারিস
  11. এনইওএমএ বিজনেস স্কুল
  12. প্যারিস স্কুল অব বিজনেস
  13. এসকেইএমএ বিজনেস স্কুল
  14. টৌলৌসে বিজনেস স্কুল

Post a Comment

Previous Post Next Post