আইটেল এ৬০ হলো একটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে চালিত ফোন। ৬.৬ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে যার রেজ্যুলেশন ৭২০ x ১৬১২ পিক্সেল। এটি একটি সাধারণ ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনের ফ্রন্টে নচের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা।
ফোনের ব্যাকে রয়েছে ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফোনটির ক্যামেরা আইল্যান্ডে আরো রয়েছে একটি ডেপথ সেন্সর ও ফিংগারপ্রিন্ট রিডার৷ ফিংগারপ্রিন্ট এর পাশাপাশি সেল্ফি ক্যামেরা ব্যবহার করেও ফোন আনলক করার সুবিধা পাওয়া যাবে। জানলে অবাক হবেন এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা।
আইটেল এ৬০ ফোনটি চলবে ইউনিসক SC9832E প্রসেসর দ্বারা, যা চারটি কর্টেক্স-এ৫৩ কোর ও একটি মালি-জি৮২০ এমপি১ জিপিইউ দ্বারা চালিত ২৮ন্যানোমিটারে থ্রেডে বিল্ড করা একটি চিপসেট। ২জিবি র্যাম এর পাশাপাশি ৩২জিবি স্টোরেজ থাকছে ফোনটিতে। এছাড়া ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ফোনের মধ্যে রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি যা ৮ঘন্টা পর্যন্ত ব্যাকাপ দিতে পারবে ব্রাউজিং বা ভিডিও দেখার মত একটিভিটির ক্ষেত্রে। তবে এখানে থাকছেনা কোনো ইউএসবি-সি পোর্ট, চিরাচরিত মাইক্রোইউএসবি পোর্টই রয়েছে এই ফোনে৷ ফোনের টপে ৩.৫মি.মি. হেডফোন জ্যাক তো থাকছেই। ব্লু, গ্রিন ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে ফোনটি।
মাত্র 5,999 টাকায় নতুন স্মার্টফোন- Itel A60
Budget Smartphone: আইটেল (Itel) সংস্থা ভারতে হামেশাই বাজেট স্মার্টফোন (Budget Phone) লঞ্চ করে। এবার আইটেল সংস্থা তাদের 'এ' সিরিজের (Itel A Series) নতুন ফোন লঞ্চ করেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৬০ (Itel A60) মডেল। এই বাজেট ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন। সেখানে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশ। তার উপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) আউট অফ দ্য বক্স- এর সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৬০ ফোন। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। প্রাইমারি ক্যামেরা সেনসরে রয়েছ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচার এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের ৩২ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
আইটেল এ৬০ ফোনের দাম
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। Dawn Blue, Vert Menthe, Sapphire Black- এই তিন রঙে কেনা যাবে আইটেল এ৬০ ফোন। সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি রিটেল আউটলেট থেকেও কেনা যাবে এই ফোন। জানা গিয়েছে আইটেল এ৬০ ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ফিচার। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই বাজেট স্মার্টফোনে।
আইটেল এ৬০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬. ৬ইঞ্চি
- প্রসেসরঃ ইউনিসক SC9832E
- র্যামঃ ২জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- সফটওয়্যারঃ অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
যেহেতু আইটেল এর ভারতীয় ওয়েবসাইটে ফোনটির দাম ৬০০০ রুপিতে বিক্রি শুরু হয়েছে, বাংলাদেশে ফোনটির দাম ৭ হাজার টাকা থেকে ৮ হাজার টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
Post a Comment